আবারও উত্তপ্ত যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া, পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কিম!
পরমাণু ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া সম্পর্ক। মার্কিন গোয়েন্দাদের ধারণা, পরমাণু কার্যক্রম থেকে সরে আসেনি উত্তর কোরিয়া, শক্তির উৎপাদন বাড়াচ্ছে দেশটি।
এ ব্যাপারে এনবিসি সংবাদমাধ্যমকে দেওয়া সিআইএ'র এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি বেশ কয়েক মাসে একাধিক গোপন ডেরায় পরমাণু শক্তির উৎপাদন চালিয়ে যাচ্ছে কিমের দেশ। গোয়েন্দাদের অনুমান, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকরের পরও পরমাণু শক্তি উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কিম।
এনবিসি'র রিপোর্ট প্রকাশ্যে আসতেই ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত ১২ জুন সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে বৈঠক করে ট্রাম্প জানিয়ে দেন, সম্পূর্ণভাবে পরমাণু নিরস্ত্রীকরণ করবেন কিম। কিন্তু বৈঠকের দু’সপ্তাহ কাটতে না কাটতেই কিমের পরমাণু চুক্তি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, পরমাণু অস্ত্র সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় না করলে তাদের উপর চাপানো নিষেধাজ্ঞা এই মুহূর্তে তোলা হবে না।
তবে সংবাদমাধ্যমের কাছে মার্কিন গোয়েন্দারাদের পক্ষ থেকে কিমের পরমাণু অস্ত্র কার্যকলাপ সংক্রান্ত কিছু জানানো হয়নি।
বিডি প্রতিদিন/ ১ জুলাই ২০১৮/ ওয়াসিফ
Comments