উত্তেজনা বাড়িয়ে ভারতকে হেলিকপ্টার দিল রাশিয়া
আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক বাহিরীকে আরও শক্তিশালী করতে মুখিয়ে আছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে এবার ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনীকে সংস্কার করা ছয়টি এমআই-১৭-১ভি সরবরাহ করেছে রাশিয়া। নভেজিব্রিস্ক এয়ারক্রাফট রিপেয়ার প্লান্ট (এনএআরপি) এসব হেলিকপ্টার মেরামত ও সংস্কার করে।
সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট চেক ও চূড়ান্ত গ্রহণের কাজটি ভারতে সম্পন্ন হবে। এ ব্যাপারে রাশিয়ান হেলিকপ্টার্স-এর আফটার সেলস সাপোর্ট সার্ভিসের উপ মহাপরিচালক ইগর শেচিকভ বলেন, সকল বিদেশী ক্রেতার জন্য এমআই- ৮/৭ টাইপের হেলিকপ্টার মেরামত ও সংশ্লিষ্ট কাজগুলো এনএআরপি-ই করে থাকে। তবে এই প্রথম (ভারতীয়) সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে এমুন চুক্তি বাস্তবায়ন হয়েছে।
প্রসঙ্গত, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র একটি সামরিক ইউনিট এই সীমান্ত সুরক্ষা বাহিনী।
সূত্র: সাউথ এশিয়ান মনিটর
বিডি প্রতিদিন/ ১ জুলাই ২০১৮/ ওয়াসিফ
Comments