সৌদিতে প্রথমবারের মতো ড্রাইভিং লাইসেন্স পেল ১০ নারী

সৌদিতে প্রথমবারের মতো ড্রাইভিং লাইসেন্স পেল ১০ নারী
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। মুসলিমদের পূণ্যভূমি খ্যাত এ দেশে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। তবে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে নারীদের দেওয়া শুরু হয়েছে ড্রাইভিং লাইসেন্স। সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রথমবারের মতো দেশটির ১০ জন নারী গাড়ি চালানোর লাইসেন্স গ্রহণ করেছেন।
সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক কেন্দ্র (সিআইসি) এ তথ্য নিশ্চিত করেছে। 
সিআইসি জানিয়েছে, ১০ সৌদি নারী সোমবার গাড়ি চালানোর লাইসেন্স গ্রহণ করেছেন। এর মাধ্যমে নতুন ইতিহাস রচিত হলো। পরবর্তী সপ্তাহে দুই হাজার নারী এই তালিকায় যুক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে।
এই লাইসেন্স গ্রহণের পর রেমা জাওয়াদ নামের এক নারী বলেন, গাড়ী চালাতে আমি ভীষণ পছন্দ করি। আজ আমার স্বপ্ন পূরণ হলো।  
প্রসঙ্গত, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ২০১৭ সালে একটি রাজকীয় ডিক্রি জারি করে দেশটির নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। এর ফলে, আগামী ২৪ জুন থেকে সৌদি নারীরা রাজপথে গাড়ি চালাতে পারবেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা