বিজেপির আনন্দিবেনের মন্তব্যে চটেছেন মোদিপত্নী যশোদাবেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর স্ত্রী যশোদাবেন। ছবি: সংগৃহীত
ভারতের গুজরাটের বিজেপিদলীয় সাবেক মুখ্যমন্ত্রী ও মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলের ওপর চটেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন ও তাঁর ভাই অশোক মোদি।
যশোদাবেনকে নিয়ে আনন্দিবেন একটি বিরূপ মন্তব্য করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আনন্দিবেন গুজরাটের দিব্য ভাস্কর নামের একটি সংবাদপত্রে ১৯ জুন এক সাক্ষাৎকারে দাবি করেন, যশোদাবেনকে নাকি বিয়েই করেননি মোদি! তিনি অবিবাহিত।
ইস্যুটি নিয়ে বিরোধীরা মুখর হওয়ার আগেই মোদিপত্নী যশোদাবেন ও তাঁর ভাই অশোক গুজরাটের উঞ্ছায় গতকাল বুধবার সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আনন্দিবেনের মন্তব্যে অবাক হয়েছেন যশোদাবেন ও অশোক। এ ধরনের মন্তব্য অনভিপ্রেত।
গুজরাটে মোদির পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন আনন্দিবেন। পরে তিনি মধ্যপ্রদেশের রাজ্যপাল হন।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মোদি নিজেই লিখেছিলেন তাঁর স্ত্রী আছে। তিনি বিবাহিত। তাঁর সহধর্মিণীর নাম যশোদাবেন।
যশোদাবেন গুজরাটের একটি স্কুলে শিক্ষকতা করতেন।
বিজেপিরই নেত্রী হয়ে আনন্দিবেন কীভাবে মোদিপত্নী যশোদাবেন সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারলেন, তাতে যশোদাবেন ও অশোক বিস্মিত।
যশোদাবেন এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, আনন্দিবেনের মন্তব্যে ভারতের প্রধানমন্ত্রীর ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।
যশোদাবেন বলেন, ‘আমি ওনাকে (নরেন্দ্র মোদি) শ্রদ্ধা করি। সম্মান করি। উনি আমার কাছে রামের সমান।’
প্রথম আলো

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা