কিমের সঙ্গে বৈঠক, সিঙ্গাপুরের পথে ট্রাম্প

কিমের সঙ্গে বৈঠক, সিঙ্গাপুরের পথে ট্রাম্প
অনেক প্রতীক্ষার পর অবশেষে আগামী ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উন। এতে একধাপ এগিয়ে বৈঠকের দুইদিন আগেই রবিবার দুপুরে সিঙ্গাপুরের চেঙ্গি বিমানবন্দরে অবতরণ করেছেন কিম। মঙ্গলবার সিঙ্গাপুরের সেন্তাসা দ্বীপের ক্যাপেল্লা হোটেলে বৈঠকে মিলিত হবেন এ দুই নেতা।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, কানাডায় জি সেভেন সম্মেলন শেষে শনিবার (৯ জুন) সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন ট্রাম্প ও তার সফরসঙ্গীরা। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার রাত ৮:৩৫ মিনিটের দিকে তাদের সিঙ্গাপুরের পায়া লেবার বিমানঘাঁটিতে পৌঁছানোর কথা। সেখান থেকে শাংরি লা হোটেলে যাবে মার্কিন দলটি। ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স-ওয়ান বিমানে থাকবেন- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স। 

অপেক্ষাকৃত নিরাপদ এবং সুবিধাজনক স্থান বিবেচনায় বৈঠকের স্থান হিসেবে সিঙ্গাপুরকে বেছে নেয়া হয়েছে। পৃথিবীর অল্প কয়েকটি দেশের মধ্যে সিঙ্গাপুরে একইসঙ্গে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে। এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী লী সেইন লুং বলেছেন, ‘ট্রাম্প ও কিমের মধ্যে বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি আয়োজনের জন্য সিঙ্গাপুর দুই কোটি ডলার খরচ করছে।’ তিনি আরো বলেন, ‘আমরা স্বেচ্ছায় খরচ করছি এবং এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আমরা ভূমিকা রাখছি; আমাদের গভীর আগ্রহ থেকেই তা করা হচ্ছে।’

সিঙ্গাপুরে ১২ জুনের আলোচনা ঠিকঠাক থাকলে কিম জং উনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানাতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যে তিনি এমন ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘বৈঠকটি ভালোভাবে সম্পন্ন হলে তিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে হোয়াইট হাউসে আমন্ত্রণের বিষয়টি বিবেচনা করতে পারেন।’ এসময় ট্রাম্প আরো বলেন, ‘নিশ্চয়, যদি এটি ভালোভাবে অগ্রসর হয় এবং আমি মনে করি বৈঠকটি ভালোভাবেই অগ্রসর হবে, আমি মনে করি তিনি (কিম) এটি খুব গুরুত্ব সহকারে দেখবেন।’ বিবিসি ও রয়টার্স।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা