রাশিয়া থেকে চারশো কোটি ডলারের অস্ত্র কেনার প্রতিশ্রুতি ভারতের

রাশিয়া থেকে চারশো কোটি ডলারের অস্ত্র কেনার প্রতিশ্রুতি ভারতের
সম্প্রতি রঙ হারিয়ে ফেলা দীর্ঘদিনের সম্পর্ককে পুনরায় চাঙা করে তুলতে হঠাৎ একদিনের রাশিয়া সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার সোচি শহরে দুই নেতার বৈঠক হয়। 
বৈঠকে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাশিয়া থেকে অস্ত্র কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞামূলক আইনটি। পুতিনকে মোদী জানিয়েছেন, ভারতকে এই আইনের আওতা থেকে বাদ দিতে ওয়াশিংটনকে নিরন্তর বোঝানোর চেষ্টা করে চলেছেন তিনি।
সেই লক্ষ্যেই তড়িঘড়ি ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনের (নভেম্বরে) আগেই মোদী পুতিনের সঙ্গে ঘরোয়া আলোচনাতেই সাড়ে চারশো কোটি ডলারের চুক্তি করে এসেছেন। এ বছরেই রাশিয়া থেকে পাঁচটি ‘এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম’ কেনার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ভারত। 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সোচি শহরে দুই নেতার বৈঠক হয়। তারা দুইজন সোচির সিরিয়াস পরিদর্শন করেন। সেখানে তারা রাশিয়ার সব অঞ্চল থেকে আসা মেধাবী তরুণদের সঙ্গে মতবিনিময় করেন। ইকোনোমিক টাইমস।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা