সিরিয়ায় সামরিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন হামলা

সিরিয়ায় সামরিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন হামলা
সিরিয়ার পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। তবে এতে কেউ হতাহত হয়নি।দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। এখবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজর আলবু কামাল ও হেমাইমেহ এলাকায় আইএস গ্রুপের বিরুদ্ধে রাশিয়া সমর্থিত সিরীয় সরকারী বাহিনী ও মার্কিন নেতৃত্বাধীন জোট পৃথকভাবে লড়াইয়ে রয়েছে। মধ্যবর্তী আমাদের কয়েকটি সামরিক স্থাপনায় আজ বৃহস্পতিবার সকালে মার্কিন জোটের জঙ্গি বিমান হামলা চালিয়েছে।
সূত্রটি আরো জানায়, এতে সরঞ্জামাদির ক্ষতি হয়েছে।
পূর্বাঞ্চলীয় দেইর ইজর প্রদেশে এই অঞ্চলটি অবস্থিত। সেখানে রুশ সমর্থিত সিরীয় বাহিনীর স্থাপনায় ও মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে। তাৎক্ষণিকভাবে এই ঘটনা সম্পর্কে মার্কিন নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কিছু বলা হয়নি।বাসস।
ইত্তেফাক/ জেআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা