মুম্বাইয়ে পাকিস্তানি জঙ্গিরাই হামলা চালিয়েছিল: নওয়াজ শরিফ
ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের ভয়াবহ হামলা পাকিস্তানি জঙ্গিরাই চালিয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ভোটের আগে এমন মন্তব্য করে একইসঙ্গে ভারত, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সেনাবাহিনীকে তিনি বার্তা দিতে চেয়েছেন বলে ধারণা করছেন কূটনীতিকেরা।
পাকিস্তানের এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে শরিফ বলেছেন, ‘পাকিস্তানে বিভিন্ন জঙ্গি সংগঠন সক্রিয়। আমরা তাদের সীমান্ত পেরিয়ে মুম্বাইয়ে হত্যাকাণ্ড চালাতে দিয়েছি। পাকিস্তানে মুম্বাই হামলার মামলাও শেষ হয়নি। এমন নীতির ফলেই পাকিস্তান আজ বিশ্বে কোণঠাসা।’
তিনি আরো বলেন, ‘পাকিস্তান অনেক আত্মত্যাগ করেছে। কিন্তু এই নীতির জন্যই দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিয়ে পাকিস্তানের বক্তব্য শুনতে রাজি নয় বিশ্ব। সীমান্ত পেরিয়ে সন্ত্রাস চালাতে দেয়ার নীতি কারও কাছেই গ্রহণযোগ্য নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও সে কথাই বলেছেন।’
সম্প্রতি দুর্নীতির মামলায় পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হয়েছেন শরিফ। এরই জেরে আগামী নির্বাচনে তার ভাই শাহবাজকে প্রার্থী করবেন তিনি। তবে দেশটির সেনাবাহিনীর সমর্থন রয়েছে শরিফের প্রতিদ্বন্দ্বী ইমরান খানের দলের প্রতি।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনসহ প্রায় ১২টি স্থাপনায় একযোগে সন্ত্রাসী হামলা হয়। এ হামলায় ১৬৬ জন নিহত হন। এই হামলার জন্য দীর্ঘদিন ধরেই পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করে আসছে ভারত। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু
Comments