তিন কারণে ইরান চুক্তি থেকে বেরিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান চুক্তির ঘোরতর বিরোধী আগে ছিলেন না। কিন্তু পর্দার আড়ালে এ নিয়ে অনেক বার্তা বিনিময়ের পরই চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি। তাকে ঠেকানোর জন্য মিত্র পশ্চিমা দেশগুলোর নেতারা এবং যুক্তরাষ্ট্রের ভেতরের সমর্থকরাও শেষ দিন পর্যন্ত চেষ্টা করে গেছেন। কিন্তু তারা সফল হননি।
বিবিসি’র এক খবরে বলা হয়েছে, চুক্তি থেকে বেরিয়ে ট্রাম্পের আসার পেছনে মূলত তিনটি কারণ কাজ করেছে। প্রথমত, ওবামার উত্তরাধিকারকে উড়িয়ে দেওয়া। প্রেসিডেন্ট হবার পর থেকেই তিনি তার পূর্বসূরির বড় বড় অর্জনগুলোর প্রায় প্রতিটিকেই বাতিল করতে উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে তিনি ট্রান্স প্যাসিফিক বাণিজ্য আলোচনা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন। বারাক ওবামার সময় অনিবন্ধিত অভিবাসীদের জন্য সুরক্ষাগুলোও তুলে নিয়েছেন তিনি। আর ওবামার স্বাস্থ্য বীমা বাতিলের চেষ্টা তো আছেই, যদিও তা খুব একটা সফল হয়নি। জলবায়ু চুক্তি থেকেও বেরিয়ে আসতে চেয়েছেন। এসবের পর ওবামা-যুগের একমাত্র বড় উত্তরাধিকার হিসেবে টিকে ছিল এই ইরান চুক্তি, এবার সেটাতেও হাত দিলেন ট্রাম্প।
দ্বিতীয়ত, ইসরাইলের নেতানিয়াহুর প্রতি সমর্থন। প্রথমদিকে ট্রাম্প এ চুক্তিটাকে ‘খারাপ’ বললেও এটা থেকে বেরিয়ে আসার কথা বলেননি। কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় কট্টর ইসরাইলি পক্ষের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করার সময় থেকেই ট্রাম্পের অবস্থান বদলাতে থাকে। ইরানের সরকারের বিরুদ্ধে তার নিন্দাও চলতে থাকে। এক্ষেত্রে কখনো কখনো তিনি নেতানিয়াহুর তুলে ধরা তথ্য-উপাত্ত উদ্ধৃত করেন।
তৃতীয়ত, ট্রাম্পের নতুন পরামর্শকেরা। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার প্রথম বছরেই ইরান চুক্তি থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু জানা গেছে তার তখনকার সিনিয়র উপদেষ্টারা এটা না করার পরামর্শ দিয়েছিলেন। এর মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার এবং প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এদের মধ্যে প্রথম দুই জনই বিদায় নিয়েছেন। তাদের জায়গা নিয়েছেন মাইক পম্পিও এবং জন বোল্টন। যাদেরকে ইরানের ব্যাপারে কট্টর নীতির সমর্থক হিসেবেই বিবেচনা করা হয়। সুতরাং প্রেসিডেন্ট হওয়ার ১৫ মাস পর বলা যায়, পছন্দমত একটি পররাষ্ট্রনীতি গড়ে তুলেছেন ট্রাম্প।
ইত্তেফাক/মোস্তাফিজ
Comments