সিরিয়ায় ক্লোরিন গ্যাস ব্যবহারের প্রমাণ পেয়েছে ওপিসিডব্লিও

সিরিয়ায় ক্লোরিন গ্যাস ব্যবহারের প্রমাণ পেয়েছে ওপিসিডব্লিও
অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স(ওপিসিডব্লিও) নিশ্চিত করেছে তারা সিরিয়ায় বিষাক্ত রাসায়নিক ব্যবহারের প্রমাণ পেয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর বুধবার তারা জানিয়েছে গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় নিষিদ্ধ ক্লোরিন গ্যাস ব্যবহার হয়ে থাকতে পারে। সরকার না সরকার বিরোধীরা ইদলিবের সারকিবে রাসায়নিক হামলা চালিয়েছিল সে সম্পর্কে কিছু বলেনি ওপিসিডব্লিও।
ওপিসিডব্লিও’র তদন্তকারী দল বলেছে সিরিয়ার সারাকিবে সিলিন্ডার থেকে ক্লোরিন গ্যাস ছেড়ে দেওয়া হয়েছিল। রাসায়নিক হামলার পর বহু লোক শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়। সারাকিবে দুটি খালি সিলিন্ডার পাওয়া গেছে যেগুলোকে পরীক্ষা করে জানা গেছে সেগুলোতে ক্লোরিন গ্যাস ছিল।-রয়টার্স
The Daily Ittefaq

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা