সৌদি যুদ্ধজাহাজে আবারও হামলা ইয়েমেন যোদ্ধাদের

সৌদি যুদ্ধজাহাজে আবারও হামলা ইয়েমেন যোদ্ধাদের
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একটি যুদ্ধজাহাজের ওপর পাল্টা হামলা চালিয়েছে। হুদাইদা প্রদেশে সৌদি জোট ভয়াবহ বিমান হামলা চালানোর পর মঙ্গলবার ইয়েমেনি যোদ্ধারা পাল্টা ব্যবস্থা নিল।
সৌদি আরব তাদের জাহাজে হামলার কথা স্বীকার করেছে তবে হুথি যোদ্ধারা একটি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে বলে দাবি করেছে রিয়াদ। সোমবারের বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত ও বহু মানুষ আহত হন। নিহতদের মধ্যে সাতটি শিশু ছিল। ওইদিন বিকেলে সৌদি বিমান হুদাইদার একটি শরণার্থী শিবিরে হামলা চালায়।   
গত ২৫ মার্চ ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত তিন বছরে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসনে দারিদ্রপীড়িত দেশটিতে প্রায় ১৫ হাজার মানুষ নিহত ও পাঁচ লাখের বেশি মানুষ হতাহত হয়েছে। হতাহতদের মধ্যে বিরাট সংখ্যক নারী ও শিশু রয়েছে বলে জানা যায়।
জাতিসংঘ বলেছে, দুই কোটি ২২ লাখ ইয়েমেনির জন্য জরুরিভিত্তিতে খাদ্যের দরকার। এর মধ্যে ৮৪ লাখ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের মুখে রয়েছে।
বিডি প্রতিদিন/০৪ এপ্রিল ২০১৮/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা