শিশু ধর্ষণে মৃত্যুদণ্ডের আইন করছে ভারত

শিশু ধর্ষণে মৃত্যুদণ্ডের আইন করছে ভারত
শিশু ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে যুগান্তকারী এক অর্ডিন্যান্স পাশ করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা। জানা গেছে, ১২ বছর বয়সের নীচের কাউকে ধর্ষণ করলেই অভিযুক্ত এ বিধির আওতায় পড়বে। খবর এনডিটিভির।
জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের শাস্তির ক্ষেত্রে আইনের বদল আনার জন্য গত সপ্তাহে প্রস্তাব দিয়েছিলেন দেশটির কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী। শনিবার কেন্দ্রীয় কমিটির বৈঠকে শিশু ধর্ষণের চূড়ান্ত শাস্তি কী হতে পারে তা নিয়ে বিস্তর আলোচনা হয়। শেষমেশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রস্তাবে মৃত্যুদণ্ডতেই সিলমোহর দেয়া হয়।
বর্তমানে চালু ‘শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইন, ২০১২’ (পকসো) অনুযায়ী, ১২ বছরের কম বয়সী শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও কমপক্ষে সাত বছরের সাজার বিধান রয়েছে। তবে অপরাধীদের কড়া সাজা দিতে এই আইনটির সংশোধনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সে কথা সুপ্রিম কোর্টকে জানিয়ে দিচ্ছে কেন্দ্র। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা