সিরিয়ায় সেনা পাঠাতে চায় সৌদি আরব

সিরিয়ায় সেনা পাঠাতে চায় সৌদি আরব
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের জানিয়েছেন, আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় সেনা পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, বৃহত্তর আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে রিয়াদ সিরিয়ায় সেনা পাঠানোর আগ্রহ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে। 
সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসের সঙ্গে রিয়াদে গতকাল আয়োজিত যৌথ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান সৌদির পররাষ্ট্রমন্ত্রী। রয়টার্সসহ আর্ন্তজাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
সম্প্রতি ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প একটি আরব বাহিনী গঠন করতে চাচ্ছেন। যাতে সৌদি আরব ও আমিরাতের সেনারাও অংশ নেবেন। মূলত সিরিয়ায় মার্কিন সেনাদের স্থলাভিষিক্ত করতেই তিনি এ বাহিনী গঠন করতে চাচ্ছেন।

জানা যায়, সৌদি আরব পশ্চিমা জোটের সঙ্গে মিলে সিরিয়ার ময়দানে সেনাবাহিনী পাঠাতে চায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে তার সেনাবাহিনী সরিয়ে নেওয়ার চিন্তা করলেও এমন মনোভাব জানাল সৌদি আরব।
আদেল আল জুবায়ের বলেন, সিরিয়ার সংকট শুরু হওয়ার পর থেকেই সেখানে সেনা মোতায়েনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ চলছে। এ নিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কাছেও প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। 
বিডি প্রতিদিন/এ মজুমদার

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা