পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরিতে চুক্তি ভারত-রাশিয়ার

পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরিতে চুক্তি ভারত-রাশিয়ার
প্রতীকী ছবি
আরও একটি বড়সড় সামরিক প্রজেক্ট বাস্তবায়নে হাত মেলাচ্ছে ভারত ও রাশিয়া। মাল্টি বিলিয়ন ডলারের সেই প্রজেক্টে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান (ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট) বানাবে দুই দেশ। প্রাথমিক কাজকর্ম নাকি ইতোমধ্যেই সম্পন্ন হয়ে গেছে।
ভারতের একটি সূত্রে জানিয়েছে, ডিজাইন চূড়ান্ত করার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। বিমানের প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত প্রশ্নে প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, যেহেতু ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে এই বিমান তৈরি হয়েছে, তাই প্রযুক্তির ওপর রাশিয়ার মতো ভারতেরও সমান অধিকার রয়েছে।
প্রসঙ্গত, ২০০৭ সালে এফজিএফএ প্রোজেক্ট নিয়ে ইন্টার-গভর্মেন্টাল চুক্তি স্বাক্ষর করেছিল ভারত ও রাশিয়া। ২০১০ সালে এই প্রকল্পে ভারত প্রায় ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়। কিন্তু, বিভিন্ন খাতে দর-কষাকষির ফলে বিষয়টি বিলম্বিত হয়ে পড়ে। দীর্ঘ টালবাহানার পর গত বছরের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্প নিয়ে পুনরায় আলোচনা শুরু করেছিলেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। চুক্তির বিষয়টি তখনই নতুন গতি পায়।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ৭ মে ২০১৭/ ই জাহান

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা