ইরাকে আইএসের হাতে নিহত ৩৮ ভারতীয়র মৃতদেহ ফিরিয়ে আনা হয়েছে

ইরাকে আইএসের হাতে নিহত ৩৮ ভারতীয়র মৃতদেহ ফিরিয়ে আনা হয়েছে
আইএস জঙ্গিদের হাতে নিহতের সাড়ে তিন বছর পর ইরাক থেকে ৩৮ জন ভারতীয়ের দেহে ফিরিয়ে আনা হয়েছে।  নিয়ে দেশে ফিরলেন বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ। যে ৩৮ জনের দেহ আনা হয়েছে তাদের মধ্যে পঞ্জাব, হিমাচলপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহারের বাসিন্দারা রয়েছেন। অমৃতসরের পরে পাটনা ও কলকাতায় যায় বিশেষ বিমানটি।
অমৃতসরের শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকেই ভিড় জমান পঞ্জাব ও হিমাচলপ্রদেশ থেকে আসা আত্মীয়েরা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন ভি কে। কেন্দ্রীয় ভারত সরকার নিহতদের কোনো এককালীন ক্ষতিপূরণ দিচ্ছে কি না জানতে চান সাংবাদিকেরা। তাদের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা নিয়েও প্রশ্ন করা হয়। তাতেই চটে যান প্রাক্তন সেনাপ্রধান ভি কে। বলেন, ‘ক্ষতিপূরণ দেয়াটা বিস্কুট বিলিয়ে দেয়ার মতো সহজ কাজ নয়। চাকরি দেয়াটাও ফুটবল খেলা নয়। আমি এখন প্রতিশ্রুতি দেব কী করে? আমার পকেটে কিছু রাখা নেই।’
এসময় উত্তেজিত পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শান্ত করার চেষ্টা করেন পঞ্জাবের মন্ত্রী নভোজিৎ সিংহ সিধু। ভি কে’র আরও দাবি, ‘এই ভারতীয়দের সম্পর্কে কোনো তথ্যই বাগদাদের দূতাবাসে ছিল না। অবৈধ এজেন্টদের মাধ্যমে বিদেশে কাজ করতে যাওয়া রুখতে এর মধ্যেই রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। আমার আশা, অমরেন্দ্র সিংহ সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো জানান, ‘মসুলের কাছে বাদুসের যে এলাকায় ওই দেহগুলি পাওয়া গিয়েছে সেখানে কিছু বিষাক্ত পদার্থেরও সন্ধান পাওয়া গিয়েছিল। ফলে কফিন খুললে বিপদের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইরাকে অনুসন্ধানে সাহায্যকারী স্বেচ্ছাসেবী সংস্থা।’ টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা