সিরিয়ায় ৫,০০০ ট্রাক অস্ত্র পাঠিয়েছে আমেরিকা : এরদোগান

সিরিয়ায় ৫,০০০ ট্রাক অস্ত্র পাঠিয়েছে আমেরিকা : এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানে বলেছেন, আমেরিকা ও তার মিত্ররা বিনামূল্যে কুর্দি গেরিলাদের অস্ত্র দিচ্ছে যা তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।
তুর্কি এনটিভি-কে দেয়া সাক্ষাৎকারে এরদোগান বলেন, আমেরিকা ও তার মিত্ররা তুরস্কের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অথচ তারা নিষিদ্ধ ঘোষিত কুর্দি গেরিলাদের অস্ত্র যোগান দিচ্ছে। 
তিনি বলেন, আমরা অর্থ দিয়ে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে পারি না অথচ দুঃখজনকভাবে আমেরিকা ও তার মিত্ররা সন্ত্রাসী সংগঠনগুলোকে বিনামূল্যে সেই অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে। অতএব হুমকিটা কোথা থেকে আসছে? এই হুমকি প্রাথমিকভাবে আসছে কৌশলগত মিত্রদের কাছ থেকে।  
তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় অস্ত্রের চালান পাঠানো অব্যাহত রেখেছে আমেরিকা। সিরিয়ার উত্তরাঞ্চলে আমেরিকা ৫,০০০ ট্রাক অস্ত্র পাঠিয়েছে।
সিরিয়ার কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে তুরস্ক। অন্যদিকে, তুরস্কের মিত্র আমেরিকা এই সংগঠনকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে আসছে এবং সিরিয়াদের মিত্র হিসেবে ব্যবহার করছে। 
গত ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াইপিজি-কে ৩৯ কোটি ৩০ লাখ ডলারের অস্ত্র দেয়ার অনুমোদন দিয়েছেন।
বিডি প্রতিদিন/২২ এপ্রিল ২০১৮/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা