কিম জং উনের সঙ্গে মুন জায়ে-ইনের বিশেষ দূতের সাক্ষাৎ

কিম জং উনের সঙ্গে মুন জায়ে-ইনের বিশেষ দূতের সাক্ষাৎ
দক্ষিণ কেরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের বিশেষ দূত উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাত করেছেন। চার ঘণ্টার পিয়ংইয়ং সফরে তিনি তার সঙ্গে এ সাক্ষাত করেন। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ব্লু হাউস একথা জানায়। খবর সিনহুয়ার।
প্রেসিডেন্টের মুখপাত্র কিম উই-কিয়োম এক প্রেস ব্রিফিংয়ে জানান, উত্তর কোরিয়া সফররত দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রতিনিধি দল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কিমের সঙ্গে বৈঠক করেন। এরপর তারা তার সঙ্গে নৈশভোজে যোগ দেন।
মুখপাত্র জানান, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির (ডব্লিউপিকে) প্রধান কার্যালয়ে এ বৈঠক ও নৈশভোজ অনুষ্ঠিত। এই প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা ডব্লিউপিকে’র প্রধান কার্যালয় সফর করলেন।
নৈশভোজের আগে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন ডব্লিইপিকে’র কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারমেন কিম ইয়ং চল, উত্তর কোরিয়ার নেতার ছোট বোন ও ডব্লিউপিকে’র কেন্দ্রিয় কমিটির প্রথম ভাইস ডিরেক্টর ইয়ো জং এবং উত্তর কোরিয়ার নেতা।
এদিকে দক্ষিণ কোরিয়ার পক্ষে উপস্থিত ছিলেন মুনের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং উই-ইয়ং, জাতীয় গোয়েন্দা সার্ভিসের (এনআইএস) পরিচালক সুহ হোন, একত্রীকরণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী চুং হায়ে-সুং, এনআইএসের উপ পরিচালক কিম সাং-গিউন।
ইত্তেফাক/আনিসুর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা