খাগড়াছড়িতে ইউপিডিএফের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১৫
জেলা শহরের স্বনির্ভর বাজার এলাকায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) ও তাদের প্রতিপক্ষ ইউপিডিএফ গনতান্ত্রিক (বর্মা গ্রুপ) দুই গ্রুপের বুধবার পূর্বঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য শহরে সকাল থেকে টহল দিচ্ছিল। সকাল পৌনে ১০টার দিকে ইউপিডিএফের প্রসীত গ্রুপের কর্মীরা লাঠি মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে ইউপিডিএফ কর্মীরা গুলতি, ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালালে পুলিশ পিছু হটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এঘটনায় ইউপিডিএফ কর্মীদের ছোড়া গুলতির আঘাতে এসআই সাব্বীর হোসেন, সৈনিক সজীব বড়ুয়া, মোহাম্মদ আলীসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়। ইউপিডিএফের ১০জন নেতাকর্মী এঘটনায় আহত হয়েছে বলে দাবি করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান, অনুমতি না থাকায় ইউপিডিএফের (প্রসীত) গ্রুপের কর্মীদের মিছিলে বাধা দিতে গেলে তারা পুলিশের উপর হামলা চালায়। পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/আরকেজি
Comments