‘ডটার অব বাংলাদেশ’

‘ডটার অব বাংলাদেশ’
নিজের জীবন উত্সর্গ করে ১০ জন নেপালি যাত্রীকে বাঁচিয়েছেন বাংলাদেশের বাণিজ্যিক বিমানের প্রথম নারী পাইলট পৃথুলা রশিদ। তিনি কো-পাইলটের দায়িত্বে ছিলেন। এ কারণে নেপালের গণমাধ্যম পৃথুলাকে আখ্যায়িত করেছে ‘ডটার অব বাংলাদেশ’ নামে। এভাবেই মৃত্যুকে বরণ করে পৃথুলা যেন বাংলাদেশকে আবারও গর্বিত করেছেন। নেপালের কয়েকটি গণমাধ্যমে এ খবর এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৃথুলা রশিদ নিজের সম্পর্কে লিখেছিলেন, Ordinary girl with extraordinary love for aviation, literature and floofz animals. কিন্তু নিজেকে নিয়ে ভুল বলেছিলেন পৃথুলা। তিনি মোটেই কোনো অর্ডিনারি গার্ল নন, কারণ মৃত্যুর আগে নিজের জীবনের বিনিময়ে তিনি বাঁচিয়ে গিয়েছেন নেপালি ১০ যাত্রীকে।

পৃথুলা রশিদ ছিলেন গত সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্স উড়োজাহাজের সহকারী পাইলট। তিনি ছিলেন এ এয়ারলাইন্সের প্রথম নারী পাইলট। চার জন ক্রুর মধ্যে কো-পাইলট পৃথুলাসহ তাত্ক্ষণিক নিহত হন দুইজন। আর পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান।
ইত্তেফাক/নূহু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা