পার্বত্য অঞ্চলে শান্তি আনয়নে ইউএসএইড'র সহায়তা অব্যাহত থাকবে'

'পার্বত্য অঞ্চলে শান্তি আনয়নে ইউএসএইড'র সহায়তা অব্যাহত থাকবে'
পার্বত্য অঞ্চলের শান্তি আনয়ন ও এই অঞ্চলের মানুষের জীবন মানোন্নয়নে যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য সংস্থা ইউএসএইড-এর সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
রাঙ্গামাটি ও বান্দরবান সফরের প্রথম দিনে আজ সোমবার দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের সাথে এ কথা জানান।
এ সময় ইউএসএইড-এর বাংলাদেশ মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি সহ সংস্থাটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া রাঙ্গামাটির ইউএনডিপি'র কার্যালয় পরিদর্শন সহ রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে ঘণ্টাব্যাপী বৈঠকে পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের জীবন মানোন্নয়নে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও পার্বত্য পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে রাঙ্গামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক আহামদ সহ পরিষদের সদস্যবর্গ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসএস

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা