বিমান ক্রু নাবিলার শিশুকন্যা হিয়া উদ্ধার

বিমান ক্রু নাবিলার শিশুকন্যা হিয়া উদ্ধার
ইউএস-বাংলার বিধ্বস্ত বিমানের নিহত কেবিন ক্রু নাবিলা ফারহিনের আড়াই বছর বয়সী মেয়ে ইনায়া ইমাম হিয়া এখন উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে। থানা থেকেই শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন। উত্তরা পশ্চিম থানার এসআই আরিফুজ্জামানকে বলেন, ‘শিশুটি আমাদের কাছে আছে।’
সোমবার দুপুরে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে চারজন ক্রুসহ ৭১ যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৫০ জন নিহত হয়েছেন। যাত্রীদের মধ্যে ৪৩ জন বাংলাদেশি। বিমান বিধ্বস্ত হওয়ার খবরের পরপরই শিশুটি হারিয়ে যাওয়ার অভিযোগ আসে।
ইনায়ার চাচি ফাতেমা হোসেন বলেন, ইনায়ার বয়স আড়াই বছর। গতকাল বিমান বিধ্বস্ত হওয়ার খবরের পরপরই ইনায়ার দাদি উত্তরায় নাবিলার বাসায় গিয়ে তা তালাবদ্ধ দেখতে পান। ইনায়ার কোনো খোঁজ পাচ্ছিলেন না। রাতেই পরিবারের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ পুলিশ তাদের ইনায়ার খোঁজ দেন। তবে কোত্থেকে কীভাবে ইনায়াকে পাওয়া গেছে, সে ব্যাপারে তিনি জানেন না।
ফাতেমা জানান, তার পরিবারের লোকজন ইনায়াকে আনার জন্য রওনা হয়েছেন। ইনায়ার চাচা বাবলু নেপাল গিয়েছেন নাবিলার লাশ গ্রহণ করার জন্য। ইনায়ার বাবা আনান আহমেদ দেশের বাইরে থাকেন।
ইত্তেফাক/ রেজা

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা