সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জনের প্রাণহানি

সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জনের প্রাণহানি
সিরিয়ায় একটি রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন ক্রু’সহ ২৬ জন আরোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র খবরে জানা গেছে, সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া শহরের নিকটবর্তী হেমিম বিমানঘাঁটিতে অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়।
প্রতিবেদনে বলা হচ্ছে, সামরিক মালামাল বহনকারী এন-২৬ মডেলের ওই বিমানটিতে এসময় ২৬ জন যাত্রী এবং ছয়জন কর্মী ছিলেন। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বিমানটিকে ভূপাতিত করা হয়নি। তবে বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে কোনো যান্ত্রিক গোলযোগের কারণে এমনটি হয়ে থাকতে পারে। পূর্ণাঙ্গ তদন্তের পর ঘটনার সত্যতা জানা যাবে। বিবিসি।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা