ভারতে মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, পুণরায় পরীক্ষা ২৮ লাখ শিক্ষার্থীর


বাংলাদেশে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ হর-হামেশাই উঠছে। কদিন আগে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়টি তো সংবাদমাধ্যমগুলোর শিরোনামের খোরাক হয়েছে। বিষয়টি বেশ চাঞ্চল্যও সৃষ্টি করে। এবার এমনই ঘটনা ঘটলো ভারতে। দেশটিতে মাধ্যমিক পরীক্ষায় দুটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় প্রায় ২৮ লাখ শিক্ষার্থীকে পুণরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক পরীক্ষা বোর্ডের (সিবিএসই)  মুখপাত্র আনিতা কারোয়াল এ ঘোষণা করেন।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়,  প্রশ্ন ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত ১৮ শিক্ষার্থীসহ পাঁচ স্কুল শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে হাতে লেখা ফাঁস হওয়া প্রশ্নের পাণ্ডুলিপি পাওয়া যায়। এ ছাড়া ফাঁস হওয়া প্রশ্ন এক হাজার শিক্ষার্থীর হাতে পৌছে গিয়েছিলো বলে আশঙ্কা করছে দিল্লি তদন্তকারী পুলিশ।
তদন্তকারীরা জানান,  প্রশ্ন কিনতে ৩৫ হাজার রুপি গুনতে হয়েছে একজনকে। পরে শিক্ষার্থীদের অভিভাবকরা সেই টাকা উশুল করতে প্রতি প্রশ্নের কপি পাঁচ হাজার রুপি দরে বিক্রি করেছেন বলে জানা গেছে।
থানায় দায়ের করা এফআইআর থেকে জানা যায়, পরীক্ষার দুদিন আগে থেকে প্রশ্ন ফাঁসের বিষয়টি পুলিশকে জানানো হয়েছিলো। এর আগে গত সোমবার অর্থনীতি পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে চ্যাটিং অ্যাপ্লিকেশন ‘হোয়াটস অ্যাপ’-এর মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের কার্যালয় ঘেরাও করে। এ সময় ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা বাতিল করে পুণরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা।
শুরু থেকেই প্রশ্ন ফাঁসের বিষয়টি অস্বীকার করে আসা সিবিএসই এখন বেশ চাপের মুখে।
এদিকে প্রশ্ন ফাঁসে মোদী সরকারের কড়া সমালোচনা করতে পিছপা হননি বিরোধীদলীয় নেতারা। ভারতের প্রধান বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এক টুইট বার্তায় বলেন, ‘২৮ লাখ শিক্ষার্থীকে আবারও পরীক্ষা দিতে হবে! এটা কি কোনও উপহাস! এই নোংরামির জন্য কে দায়ী?’
ভারতের শিক্ষামন্ত্রী প্রকাশ জাভাদেকার বলেন, ‘অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমি নিশ্চিত পুলিশ তাদের শিগগিরই ধরে ফেলবে। আমরা এই ব্যবস্থার ‍উন্নতি করে এটাকে নিশ্ছিদ্র করার প্রতিশ্রুতি দিচ্ছি।’
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল  প্রশ্ন ফাঁসের বিষয়ে টুইটে লেখেন, ‘প্রশ্নফাঁসে ছাত্রদের কোনো দোষ না থাকা সত্ত্বেও আবার পরীক্ষা দেওয়া নিয়ে দুঃখ প্রকাশ করছি। জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা