'ডোকলাম সীমান্তে হেলিপ্যাড তৈরি করছে চীন'

'ডোকলাম সীমান্তে হেলিপ্যাড তৈরি করছে চীন'
চীন বিরোধপূর্ণ ডোকলাম সীমান্তে হেলিপ্যাড নির্মাণ করছে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারাম। পাশাপাশি উভয় দেশই ফের সীমান্ত থেকে খানিকটা দূরে সৈন্য মোতায়েন করেছে। সোমবার লোকসভায় এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
এসময় নির্মলা সীতারাম বলেন, ২০১৭ সালের মতো নয়, উভয় দেশই সেনা পুনরায় মোতায়েন করেছে সীমান্ত থেকে দূরে। তিনি বলেন, চীন ডোকলাম সীমান্তে হেলিপ্যাড, সেন্ট্রি পোস্ট এবং ট্রেঞ্চেস গড়ে তুলছে। শীতকালে সেনাবাহিনীর অবস্থানের সুবিধার জন্যই এটা করা হচ্ছে।
এ নিয়ে ভারতের পদক্ষেপের ব্যাপারে তিনি বলেন, উত্তেজনা যাতে না বাড়ে সেজন্য চীনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি পতাকা বৈঠক এবং অন্যান্য সীমান্ত বৈঠক করা হচ্ছে।
সম্প্রতি স্যাটেলাইট ইমেজে দেখা যায়, চীন ডোকলামে সাতটি হেলিপ্যাড তৈরি করছে। 
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা