ভাষা সৈনিক গাজী শহীদুল্লাহ আর নেই
ভাষা সৈনিক ও অধুনালুপ্ত খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান গাজী মো. শহীদুল্লাহ (৭১) আর নেই (ইন্না লিল্লাহি ...রাজিউন)। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর খানজাহান আলী থানার গিলাতলাস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাদ জোহর নগরীর শহীদ হাদিস পার্কে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় ভাষা সৈনিক এম নূরুল ইসলাম, খুলনা সিটি মেয়র মনিরুজ্জমান মনি, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট এনায়েত আলী, সাবেক মেয়র শেখ সিরাজুল ইসলাম ও কাজী আমিনুল হক, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, খুলনা প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট গাজী আব্দুল বারীসহ বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ আসর গিলাতলায় দ্বিতীয় জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ভাষা সৈনিক গাজী শহীদুল্লাহ ১৯৩৭ সালের ১ ফেব্রুয়ারি খুলনা মহানগরীর খানজাহান আলী থানার গিলাতলা গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৫-৫৬ সালে খুলনা বিএল কলেজে পরপর দু'বার ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৫৬ সালের ২১ ফেব্রুয়ারি বিএল কলেজে খুলনা জেলার সর্বপ্রথম বৃহৎ শহীদ মিনার উদ্বোধন করেন তিনি। ১৯৬২ সালে হামদুর রহমান শিক্ষা কমিশন বাতিল এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে খুলনা পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই সময় তিনি খুলনার শহীদ হাদিস পার্কে শহীদ মিনার নির্মাণ করেন। গাজী শহীদুল্লাহ আমৃত্যু খুলনা জেলা ভাষা সৈনিক সংসদের সভাপতি ও একুশের চেতনা পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি চিরকুমার ছিলেন।
ইত্তেফাক/এসএস
Comments