অরুণাচলে রহস্যময় যন্ত্র উদ্ধার, চীনের নজরদারির শঙ্কা
ডোকলাম মালভূমি নিয়ে টানাপড়েনের মধ্যেই ভারতের অরুণাচল প্রদেশের চীন সীমান্তে একটি রহস্যময় যন্ত্রকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত বুধবার চীন সীমান্ত লাগোয়া অরুণাচলের একটি প্রত্যন্ত গ্রামে ওই যন্ত্রটি দেখতে পান গ্রামবাসীরা।
পুলিশ জানাচ্ছে, উদ্ধার হওয়া যন্ত্রটির গায়ে চীনা ভাষায় কিছু লেখা রয়েছে। প্রাথমিকভাবে এটাকে আকাশপথে নজরদারি চালানোর কোনো যন্ত্র বা আবহাওয়া পর্যবেক্ষণকারী কোনো যন্ত্র বলেই মনে করা হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞরা যন্ত্রটি পরীক্ষা করে দেখছেন বলে জানিয়েছে পুলিশ।
তবে চীন ওই যন্ত্রের সাহায্যে অরুণাচল প্রদেশে নজরদারি চালাচ্ছে কিনা, ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া ওই যন্ত্রের বিষয়টি নয়াদিল্লীকেও জানানো হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু
Comments