পদ্মাবত’‌ দেখতে গোটা সিনেমা হল 'বুক' এক পরিবারের (ভিডিও)

‘‌পদ্মাবত’‌ দেখতে গোটা সিনেমা হল 'বুক' এক পরিবারের (ভিডিও)
ফাইল ছবি
বিতর্কিত ছবি ‘‌পদ্মাবত’‌ নিয়ে ভারতে সরগরম হলেও, বিদেশে কিন্তু যথেষ্ট চর্চিত সঞ্জয়লীলা বানসালির এই ছবি। সে কারণেই ‘‌পদ্মাবত’‌ দেখার জন্য গোটা সিনেমা হল বুক করল ক্যালিফোর্নিয়ার এক পরিবার। 
ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোন, রনবীর সিং, শাহিদ কাপুর অভিনীত ‘‌পদ্মাবত’‌ বক্স অফিসে গত এক সপ্তাহে ১৫০ কোটি টাকা আয় করেছে। সানফ্রান্সিকোর ভারতীয় বংশোদ্ভুত এক পরিবার ‘‌পদ্মাবত’‌ দেখার জন্য গোটা সিনেমা হলটি বুক করেন। 
শুধু তাই নয়, সেই পরিবারের সদস্যদের সিনেমা দেখতে আসার জন্য ছিল বিশেষ ‘‌‌ড্রেস কোড’‌। কোমল নাহটা নামে এক ব্যক্তি সেই পরিবারের একটি ভিডিও টুইটারে শেয়ার করেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, পরিবারের মহিলা সদস্যরা সকলেই রানী পদ্মাবতীর মত সেজেছেন। সিনেমা শুরু হওয়ার আগে তারা সকলে ‘‌ঘুমর’‌ গানে নাচও করেন।  

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা