রাস্তায় হিজাব খুলে দাঁড়িয়ে ইরানের নারীদের প্রতিবাদ

রাস্তায় হিজাব খুলে দাঁড়িয়ে ইরানের নারীদের প্রতিবাদ
সংগৃহীত ছবি
ইরানের নারীরা প্রতিবাদের ভাষা হিসেবে প্রকাশ্য রাস্তায় হিজাব না পরে দাঁড়িয়ে থাকাছেন। যার জেরে নড়েচড়ে বসেছে দেশটির সরকারও। 
ইরান সরকারের জারি করা পোশাক ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এভাবে আরও এক নারীকে দেখা গেল গত সোমবার। এই নিয়ে এখনও পর্যন্ত ছয় জন ইরানি নারী হিজাব খুলে প্রতিবাদ জানালেন।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে পোশাক ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হিজাব খুলেছিলেন এক নারী। সেই প্রতিবাদই আইকন তৈরি হয়ে যায় ইরানের নারীদের কাছে। অভিযুক্ত সেই নারীকে গ্রেফতার করে এক মাস জেলবন্দি করে রাখে ইরান সরকার। এরপরেও একাধিক নারী হিজাব খুলে প্রতিবাদ জানিয়েছেন। 
ইরান বিশেষজ্ঞ ওমিদ মেমারিয়ান জানিয়েছেন, প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে মাশুল গুনতে হচ্ছে অনেক মহিলাকে। তাদের জেলে যেতে হচ্ছে। তবে সরকারে এমন পদক্ষেপে এই প্রজন্মের নারীরা যে ভীত নন, তা বারবার প্রমাণ করে দিয়েছেন। 
প্রসঙ্গত, ১৯৮৩ সালে হিজাব পরা বাধ্যতামূলক করে ইরান সরকার। সেই সময় থেকেই পোশাক ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন সমাজের একাংশের মহিলারা।

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা