আফগানিস্তানে বিমান হামলায় ২৬ জঙ্গি নিহত


আফগানিস্তানে বিমান হামলায় ২৬ জঙ্গি নিহত
আফগানিস্তানের দক্ষিণপূর্বে গজনি প্রদেশে বিমান হামলায় ২৬ জন তালেবান জঙ্গির মৃত্যু হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র মহম্মদ আরিফ নুরি জানিয়েছেন বিমান হামলা চালানো হয়েছে। ২৬ জন জঙ্গিকে হত্যার সত্যতা স্বীকার করা হয়েছে।
পাশাপাশি, আরও ২০ জন জঙ্গি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা খামা প্রেস। তবে তালেবানদের পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি।
এর আগে, আফগানিস্তানে পুলিশ ভ্যানে তালেবান হামলায় মৃত্যু হয় ৩ কর্মীর। আফগান পুলিশ জানায়, পোশট্রোড জেলার ফারাহ প্রদেশের সদর দপ্তরে ফিরছিল ওই পুলিশ ভ্যানটি। আচমকা হামলা চালায় তালেবান জঙ্গিরা। নিহত হন ৩ পুলিশ কর্মী। 
অন্যদিকে, আইএস জঙ্গি ঘাঁটি নির্মূল করতে অভিযান চলছে আফগানিস্তানে। আফগান সেনা জানায়, নানগারহর প্রদেশে আইএস অধ্যুষিত খোগ্যানি এবং আচিন জেলার ওয়াজির টাঙ্গরিতে দুটি পৃথক বিমান হামলা চালায় সেনাবাহিনী। অভিযানে ১২ জন আইএস জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি আফগান সেনা। যদিও আইএসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
বিডি প্রতিদিন/০২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা