পোপ-এরদোগান বৈঠকের আগে রোমে বিক্ষোভ নিষিদ্ধ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার রোমে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করবেন। তাদের এই বৈঠককে সামনে রেখে রোমের কেন্দ্রস্থলে সব ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্কের সামরিক আগ্রাসনে ইতালিতে বসবাসকারী কুর্দিরা এরদোগানের ওপর ক্ষুব্ধ। ৫৯ বছরের মধ্যে কোন তুর্কি নেতার এটাই এ ধরনের প্রথম সফর। এই সফরকে ঘিরে ইতালি কর্তৃপক্ষ ২৪ ঘন্টার জন্য সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে।
এরদোগান রবিবার রাতে পৌঁছাবেন ইতালি এবং সোমবার সন্ধ্যায় দেশ ত্যাগ করবেন। তার এই সফরকে কেন্দ্র করে মোট সাড়ে তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতালিতে কুর্দি এসোসিয়েশনের উদ্যোগে সোমবার অবস্থান ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এতে ২শ’ লোক অংশ নেয়ার কথা রয়েছে। স্থানটি ভ্যাটিকেনের কাছেই।
ইত্তেফাক/কেআই
Comments