আফরিনে এখন পর্যন্ত ৮০০ 'সন্ত্রাসী' নিহত: এরদোয়ান

আফরিনে এখন পর্যন্ত ৮০০ 'সন্ত্রাসী' নিহত: এরদোয়ান
ফাইল ছবি
তুর্কি সেনাবাহিনীর অলিভ ব্রাঞ্চ অভিযানে সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চল আফরিনে এখন পর্যন্ত ৮০০ 'সন্ত্রাসী' নিহত হয়েছেন বরে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এরদোয়ান।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট কমপ্লেক্সে এ দিন তার্কিস ইয়ুথ ফাউন্ডেশনের এক জমায়েত সভায় এরদোয়ান বলেন, সন্ধ্যার মধ্যে এ সংখ্যা আরও বাড়তে পারে। 
এ ব্যাপারে তুরস্কের সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসীদের হাত থেকে সিরিয়ান নাগরিকদের রক্ষাই এ অভিযানের লক্ষ্য। বেসামরিক নাগরিকদের প্রতি বিশেষভাবে নজর দিয়ে শুধুমাত্র সন্ত্রাসীদের ধ্বংস করা হচ্ছে বলে জানায় তারা। 
এছাড়া তাদের দাবি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ও আন্তর্জাতিক আইন মেনেই এ অভিযান চালানো হচ্ছে।
এর আগে, ২০ জানুয়ারি থেকে আফরিনকে কুর্দি বিচ্ছিন্নতাবাদি সংগঠন পিওয়াইডি ও পিকেকে মুক্ত করতে ফ্রি সিরিয়ান আর্মি সহযোগে তুরস্কের সেনাবাহিনী এ অভিযান শুরু করে। 
সূত্র: আনাদলুর সংবাদ
বিডি প্রতিদিন/০২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা