হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
রাঙ্গামাটিতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কিনা চন্দ্র চাকমা (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে সদর উপজেলার জীবতলী চেয়ারম্যান পাড়ায় ঘটনাটি ঘটেছে।
পুলিশ, বন বিভাগ ও স্থানীয় সূত্র ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। বিকালেই নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বজনরা জানান, কিনা চন্দ্র চাকমা পাশের পাহাড়ে নিজ বাগানে কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে নির্জনস্থানে একা পেয়ে একটি বন্যহাতি তার ওপর আক্রমণ করে। এসময় পালানোর চেষ্টা করা কিনাকে হাতিটি মুহুর্তেই পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থল যায়। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পর স্বজনদের লাশ হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা