জুলিয়েটকে খুঁজে না পেলে বিলুপ্ত হয়ে যাবে রোমিও

জুলিয়েটকে খুঁজে না পেলে বিলুপ্ত হয়ে যাবে রোমিও
বলিভিয়ায় প্রাপ্ত বিরল প্রজাতির ব্যাঙ রোমিও। একে একে বয়স এগারো পেরিয়ে গেছে তার। কিন্তু এখন পর্যন্ত সেহোয়েলসাস ওয়াটার ফ্রগ জাতীয় বিপরীত লিঙ্গের দেখা পায়নি সে। আর তাই, এই ব্যাঙের প্রজাতিকে অবলুপ্তির হাত থেকে বাঁচাতে রোমিওর জন্য জুলিয়েট খুঁজতে উদ্যোগী হয়েছে কোচাবাম্বা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কর্তৃপক্ষ।

গ্লোবাল ওয়াইল্ডলাইফ কনজারভেশনের বিজ্ঞানী আর্তুরো মুনোজ জানিয়েছেন, ‘আমরা রোমিওকে হাল ছাড়তে দেব না। তাই রোমিওর প্রজাতির একটি মেয়ে ব্যাঙের খোঁজ শুরু করে দিয়েছি।’ একটি ডেটিং ওয়েবসাইটে রোমিওর জন্য বিজ্ঞাপন দেয়া হয়েছে। যেখানে লেখা রয়েছে, ‘হাই আমি রোমিও। বলিভিয়ার সেহোয়েলসাস ওয়াটার ফ্রগ। আমি খুব সাধারণ ছেলে। রাতে ঘরেই থাকতে পছন্দ করি। খেতে ভালোবাসি। খাবার শেষ হয়ে গেলে আবারও খাই।’ রোমিওর ম্যারিটাল স্ট্যাটাস এ লেখা রয়েছে, ‘এখনো অবিবাহিত। সন্তান? নেই।’
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই জাতের ব্যাঙ মোটামুটি ১৫ বছর পর্যন্ত বাঁচে। তাই হাতে আর বড়জোড় চার বছর সময় আছে। কোচাবাম্বা ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম ভ্যালেনটাইনস ডের মধ্যেই রোমিওর জন্য জুলিয়েট খুঁজে দিতে উঠে পড়ে লেগেছে। এর জন্য ১৫ হাজার ডলারের একটি তহবিলও গড়ে তোলা হয়েছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা