ইরানে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের সন্ধান

ইরানে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের সন্ধান
দ্বিতীয় দিনের মতো অনুসন্ধানের পর সোমবার ইরানের ৬৬ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির খোঁজ পাওয়া গেছে। দেশটির কুহকিলোয়ি-বুয়ের আহমাদ প্রদেশের গভর্নর জাফর গোহারগানি উড়োজাহাজের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়ার ঘোষণা দিয়েছেন। ইয়াসুজ শহরের কাছে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি।
তবে এ ব্যাপারে ইরানের সিভিল এভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ধ্বংসাবশেষ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলতে পারছেন না। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইএনএন এবং ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভি খবরটিও নিশ্চিত করতে পারেনি।
এর আগে, ইরানের মধ্যাঞ্চলীয় পার্বত্য এলাকায় ৬৬ জন যাত্রী নিয়ে বিমানটি রবিবার বিধ্বস্ত হয়েছে। রাজধানী তেহরান থেকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুজে যাওয়ার পথে তেহরান থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণের সেমিরম শহড়ের কাছে পার্বত্য এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। উড্ডয়নের ৫০ মিনিট পর রাডার থেকে এটি বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে হেলিকপ্টারে করে উদ্ধারকর্মীদের পাঠানো হয়। তবে ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছিল।
বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা