শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস ৪ ঘন্টা পর সচল
শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস ঘনকুয়াশায় রবিবার সোয়া চার ঘন্টা পর সচল হয়েছে। এর আগে ভোর ছয়টা থেকে বন্ধ হয়ে যায়। কনকনে শীতে যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে চারটি ফেরি। শিমুলিয়া প্রান্তে পরাপারের অপেক্ষায় রয়েছে ২০০ যান। মাঝ পদ্মায় অবর্ণনীয় দুর্ভোগ পোহায় যাত্রীসাধারণ। তবে কুয়াশা কেটে যাওয়ার পর স্বাভাবিক অবস্থা ফিরে আতে শুরু করেছে।
বিআইডব্লিউটিসি’র এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান, ভোরে কুয়াশার চাঁদরে ঢাকা পরে ঘাটের চারপাশ। এতে বিকন বাতি বা খুব কাছের কিছুও দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। তবে সোয়া চার ঘন্টা পর কুয়াশা কেটে গেলে ফেরি সার্ভিস আবার সচল হয়।
ইত্তেফাক/এএম।
Comments