মৃত সেজে হাতির মুখ থেকে প্রাণরক্ষা

মৃত সেজে হাতির মুখ থেকে প্রাণরক্ষা
হাতির লাথিতে কোমর ভেঙেছে। প্রবল যন্ত্রণার মধ্যেও মৃতের ভান করে পড়েছিলেন তারা সরকার নামে এক নারী। তাঁর ভয় করছিল, নড়াচড়া করলে হাতি যদি বুঝতে পারে তিনি বেঁচে আছেন! তা হলে শুঁড়ে তুলে আছাড় মারতে পারে। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে ভারতের আলিপুরদুয়ারের দমনপুর রেঞ্জ সংলগ্ন উত্তর জিৎপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের বিছানায় শুয়ে তারা দেবী সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, ভোরে বিছানার পাশে বেড়া ভাঙার শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। পরে বুঝতে পারেন, হাতি এসেছে। এ সময় পাশে থাকা স্বামীকে ডাকতে থাকেন তিনি। ততক্ষণে হাতিটি বেড়া ভেঙে তাকে খাট থেকে টেনে নামিয়ে আনে বাইরের মাটিতে। ভয়ে দরজা খুলে স্বামী বাইরে পালিয়ে যান। শাশুড়ি পাশের ঘরে লুকিয়ে ছিলেন।
তারাদেবী আরো বলেন, হাতিটি প্রথমে আমাকে মাটিতে ফেলে কোমরে লাথি মারে। এরপর পা দিয়ে আমাকে ঠেলতে থাকে। তার পর শুঁড় দিয়ে পেঁচানোর চেষ্টা করে। পরনে সোয়েটার ছিল বলে ওর ধরতে অসুবিধা হচ্ছিল। সেই ফাঁকে গড়াতে গড়াতে উঠোনের দিকে চলে যাই। উঠে দাঁড়ানোর শক্তি ছিলো না। সেই অবস্থায় উঠোনের এক কোণে ঘাপটি মেরে পড়ে থাকতে থাকতে বুঝতে পারেন, হাতিটা সেখানেও উঠে এসেছে। তারা দেবী বলেন, তখন আমি ‘‘মৃতের মতো পড়েছিলাম।’’ এই ভাবে কতক্ষণ ছিলাম খেয়াল নেই। হাতি চলে গিয়েছে বুঝতেপেরে শাশুড়িকে ডাকি।
বন দফতর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা দেবীর চিকিৎসার সব খরচ দফতর বহন করবে।
ইত্তেফাক/মোস্তাফিজ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা