অলিম্পিকের ভেন্যু পরিদর্শনের জন্য সিউলের প্রতিনিধিরা উ. কোরিয়ায়
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল যৌথ অলিম্পিকের নানা ইভেন্টের ভেন্যু পরিদর্শনের জন্য মঙ্গলবার সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় পৌঁছেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রতিবেশী দেশ দুটির মধ্যে পুনরায় সম্পর্ক স্থাপন নিয়ে বিতর্ক এবং কিম জং উনকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে তার প্রতিকৃতি পোড়ানোর ঘটনায় পিয়ংইয়ং ওই বিক্ষোভকারীদের নিন্দা জানানোর মধ্যেই দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলটি উত্তর কোরিয়া সফরে গেল।
চলতি মাসের গোঁড়ার দিকে উত্তর কোরিয়ার ক্রীড়াবিদদের আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক গেমসে অংশ নেয়ার ব্যাপারে একমত হয় উভয় কোরিয়া। দক্ষিণ কোরিয়ার ইয়ানহোপ বার্তা সংস্থা জানিয়েছে, প্রায় দুই বছরের মধ্যে উত্তর কোরিয়ায় সিউল কর্মকর্তাদের এটা প্রথম সফর। এএফপি।
ইত্তেফাক/সেতু
Comments