সুন্দরী মডেলের ‘ডেটিং’ সঙ্গী ১০ বছরের কিশোর!

সুন্দরী মডেলের ‘ডেটিং’ সঙ্গী ১০ বছরের কিশোর!
                                                     সংগৃহীত ছবি
দশ বছরের এক কিশোরের সঙ্গে ‘ডেটিং’ করছেন বিখ্যাত সুন্দরী এক মডেল। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই ছবি খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়। প্রায় ৫৬ হাজার শেয়ার হয় ছবিগুলি। কয়েক দিনের মধ্যে সেই কিশোর কার্যত সেলিব্রিটি হয়ে যায় সোশ্যাল সাইটে। যদিও পরে প্রকাশ্যে আসে আসল ঘটনা।
নানটাপং কিডওয়াপাট্টানা নামে থাইল্যান্ডের সেই কিশোর সম্প্রতি বেশ কিছু ছবি সোশ্যাল সাইটে আপলোড করে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেইসব ছবি। কারন থাইল্যান্ডের বিখ্যাত মডেল রিকি তিথিওয়ারডার সঙ্গে ছবিগুলিতে দেখা যায় তাকে।
কিন্তু তারপরেই ছন্দপতন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের বার্তায় সেই মডেল জানিয়েছেন, সম্প্রতি তিনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। সেখানেই আলাপ হয় তার বয়ফ্রেন্ড্রের ভাগ্নে নানটাপং'র সঙ্গে। তারা একসঙ্গে ছবি তোলেন। 
কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং-এ ছবিগুলি পোস্ট করার সময়ে সেই কিশোর তিথিওয়ারডা তাকে ‘ডেটিং’ করতে নিয়ে গেছেন বলে মজা করে পোস্ট করে দেয়। জানা যায়, সেই কিশোর বন্ধুমহলে নিজের বড়াই দেখাতেই এই কাজ করেছে। আপাতত বছর দশের এই কিশোরের কীর্তি এখন বেশ আলোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 
Bangladesh Pratidin

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা