পদ্মায় ফেরি চলাচল স্বাভাবিক

পদ্মায় ফেরি চলাচল স্বাভাবিক
                                                                  ফাইল ছবি
পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে এখন ফেরি চলাচল স্বাভাবিক। উভয় নৌপথে আজ শুক্রবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, ঘন কুয়াশার কারণে শুক্রবার ভোর থেকে উভয় নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তাছাড়া, মাঝ পদ্মায় বিভিন্ন যানবাহন নিয়ে উভয় নৌপথে প্রায় ৮টি ফেরি আটকা পড়েছিল। প্রচণ্ড ঠাণ্ডায় আটকে পড়া এসব যানবাহনের যাত্রীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়েছিল বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের এজিএম জিল্লুর রহমান বলেন, সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। 'দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ১৮টি ফেরির মধ্যে ১৬টি বন্ধ ছিল, তাছাড়া ২টি ফেরি এখনো বিকল হয়ে আছে।
অপরদিকে- বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম খন্দকার শাহ নেওয়াজ জানান, শুক্রবার ভোর ৫টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। এখন স্বাভাবিক।
ইত্তেফাক/জামান

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা