উ. কোরিয়া অলিম্পিক আলোচনার প্রস্তাব গ্রহণ করেছে : দ. কোরিয়া

উ. কোরিয়া অলিম্পিক আলোচনার প্রস্তাব গ্রহণ করেছে : দ. কোরিয়া
                                                                      ফাইল ছবি
দক্ষিণ কোরিয়ার অলিম্পিক আলোচনার প্রস্তাব গ্রহণ করেছে উত্তর কোরিয়া। ৯ জানুয়ারি  বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অ্যাথলেটদের অংশগ্রহণ নিয়ে আলোচনার কথা রয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ বিষয়ক মন্ত্রী নিশ্চিত করেছেন যে শুক্রবার সকালে পাঠানো এক ফ্যাক্সের মাধ্যমে আলোচনার আমন্ত্রণ গ্রহণের কথা জানিয়েছে উত্তর কোরিয়া।
বিবিসি জানিয়েছে, ওই দুই দেশের সীমান্তবর্তী অঞ্চল পানমুনজামে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এর আগেও সুরক্ষিত ওই এলাকায় দুটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।   
  
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার খেলায় প্রতিনিধিদল পাঠানো তাদের প্রতি ‘একতা’ দেখানোর একটি ভালো সুযোগ হতে পারে।   
এর জবাবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইন বলেন, শীতকালীন অলিম্পিক ‘শান্তিপ্রক্রিয়ার ক্ষেত্রভূমি’ হতে পারে। দুই কোরিয়ার সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে এটি ভালো সুযোগ।
ইত্তেফাক/আরকেজি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা