তৈমুরের সঙ্গী সেই দুই শিশুর আসল পরিচয় সনাক্ত

তৈমুরের সঙ্গী সেই দুই শিশুর আসল পরিচয় সনাক্ত
                                                                 সংগৃহীত ছবি
ছবিটার একদম বাঁদিকে হলুদ জামা পরে বসে রয়েছে তৈমুর আলি খান। গত প্রায় এক বছরে সাইফ-কারিনার সন্তানের ছবি এতবার সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যে, তৈমুরকে সহজেই চেনা যাচ্ছে। কিন্তু তার পাশে বসে থাকা শিশু দুটি চেনা মুশকিল।
তবে খুব বেশি রহস্যের অবকাশ নেই। কারণ এই ছবি শেয়ার করেছেন পরিচালক করণ জোহর। তৈমুরের সঙ্গে থাকা সেই দুই শিশু করণের সন্তান যশ ও রুহি জোহর।
সম্প্রতি এই তারকা সন্তানেরা রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার মেয়ে আদিরার জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিল। সেখানেই তোলা হয়েছে এই ছবি। পার্টিতে বহু তারকা উপস্থিত থাকলেও লাইমলাইট ছিল এই খুদে তারকাদের ওপরেই।
বলিউড টাউনে অনেকেই এই ছবি দেখে বলছেন, নতুন বন্ধুত্বের সূচনা হল। ওয়েব দুনিয়াতেও আপাতত ভাইরাল এই তিন খুদে তারকা।
Bangladesh Pratidin

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা