সুন্দরগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে বিদ্যালয়ে তালা
উপজেলার চণ্ডিপুর এটিএন উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও তালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসী। শনিবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, উক্ত বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক সাজ্জাদুল করিম (টিপু) দীর্ঘদিন থেকে একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানী করে আসছিলেন। ঘটনাটি ফাঁস হয়ে গেলে ওই শিক্ষকের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
ইউএনও এসএম গোলাম কিবরিয়া জানান, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ আসেনি।
ইত্তেফাক/আরকেজি
Comments