আবার রাঙ্গামাটিতে হামলায় জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ আহত ৩

আবার রাঙ্গামাটিতে হামলায় জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ আহত ৩

রাঙ্গামাটি শহরের বিজয় নগর এলাকায় ভালেদী পাড়ায় বুধবার দিবাগত রাতে একদল মুখোশধারী সন্ত্রাসীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝর্ণা খীসাসহ তার স্বামী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। 
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে ভর্তি করে। ঝর্ণা খীসার অবস্থা আশংকাজনক হওয়ায় দুপুরে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গভীর রাতে ১০/১৫জনের একদল মুখোশধারী জোরপূর্বক জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝর্ণা খীসার ঘরে ঢুকে। এরপর ঝর্ণা খীসা, তার স্বামী জিতেন্দ্র লাল চাকমা ও ছেলে রণবিষ্ণু চাকমাকে কুপিয়ে জখম করে।
এদের মধ্যে ঝর্ণাকে আশংকাজনক অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপতালে ভর্তি করা হলে দুপুরে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে মঙ্গলবার বিলাইছড়িতে কুপিয়ে আহত করা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমাকেও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।
বুধবার হরতাল উত্তর সমাবেশে স্থানীয় একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে এই হামলার ঘটনা ঘটেছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এরআগে মঙ্গলবার জেলার জুরাছড়ি উপজেলায় যুবলীগ নেতা অরবিন্দু চাকমাকে গুলি মেরে হত্যা এবং রাসেল মারমাকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসী।
ইত্তেফাক/আরকেজি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা