স্বামী হত্যা মামলার আসামির বিরুদ্ধে নির্বাচনে লড়ছেন স্ত্রী

স্বামী হত্যা মামলার আসামির বিরুদ্ধে নির্বাচনে লড়ছেন স্ত্রী
বামে বিদ্রোহী প্রার্থী মুন্সি গোলাম মহম্মাদ ও ডানে নিহতের স্ত্রী পলি বেগম

স্বামী হত্যা মামলার আসামির বিরুদ্ধে নির্বাচনে লড়ছেন এক স্ত্রী। ঘটনাটি ঘটেছে- নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওই ইউপি'র চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যা নিহত হওয়ায় আসছে ২৮ ডিসেম্বর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী হয়েছেন মাত্র দুইজন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও নিহত নাহিদ হোসেনের স্ত্রী পলি বেগম এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুন্সি গোলাম মহম্মাদ। পলি বেগম নৌকা প্রতীক নিয়ে আর আনারস প্রতীকে নির্বাচনে লড়ছেন ওই বিদ্রোহী প্রার্থী।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট ভোরে হামিদপুরের চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এঘটনার পরপরই নিহতের স্ত্রী পলি বেগম পার্শ্ববর্তী খুলনার দীঘলিয়া থানায় মুন্সি গোলাম মহম্মাদ (বর্তমানে বিদ্রোহী প্রার্থী) সহ ৬জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বিদ্রোহী প্রার্থী বর্তমানে পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ইত্তেফাক/জামান

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা