আমিরের মেয়ের সঙ্গে ঝগড়া বাঁধিয়েছেন ক্যাটরিনা!

আমিরের মেয়ের সঙ্গে ঝগড়া বাঁধিয়েছেন ক্যাটরিনা!
                          ক্যাটরিনা ও ফাতিমা (ডানে)
বলিউডে নায়িকাদের ঝগড়া, মুখ দেখাদেখির বন্ধের বিষয়টি হরহামেশাই শোনা যায়। বিশেষ করে এক ছবিতে দুই অভিনেত্রী নিলেই এ ধরনের ঘটনা বেশি ঘটে। 'দাঙ্গাল' ছবিতে পর্দার মেয়ে ফাতিমা সানা শেখকে নিজের পরের ছবিতেও নিয়েছেন আমির খান। ছবির নাম 'থাগস অব হিন্দুস্থান'। এতে নায়িকা হিসেবে ক্যাটরিনা কাইফও আছেন।
ছবিতে বেশ গ্ল্যামারাস লুকে দেখা যাবে ক্যাটরিনাকে। এনিয়ে বেশি উদ্বিগ্ন ফাতিমা। তবে ছবিটির নায়িকা যে তিনিই সেটা নিশ্চিত করেছেন আমির নিজেই। বলেছেন ছবিটি ফাতিমাকে ঘিরেই। তার জন্য আন্তর্জাতিক মেকআপ আর্টিস্টেরও তদবির করছেন আমির। বিষয়টি নিয়ে ক্যাটও স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় আছেন।
এ নিয়ে নাকি নায়িকা ফাতিমার সঙ্গে তার সম্পর্কেরও অবণতিও হয়েছে। তবে কেউ কেউ বলছেন, ক্যাট-ফাতিমার সম্পর্ক ভালোই আছে। সহশিল্পীর সঙ্গে ক্যাট সবসময় সুস্পর্ক বজায় রাখেন। এসব গুজব নিন্দুকরা ছড়াচ্ছেন। সূত্র: বলিউড লাইফ 
 বিডি প্রতিদিন/২ ডিসেম্বর, ২০১৭/ফারজানা 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা