ইয়াহুর ই-মেইল হ্যাকিংয়ে দোষী সাব্যস্ত কানাডীয় তরুণ


আমেরিকার আদলতে এক কানাডীয় নাগরিক ইয়াহুর ই-মেইল হ্যাকিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। গত ২৮ নভেম্বর মার্কিন আদালতে করিম বারাটোভ নামের ওই কানাডীয় নাগরিক দোষী সাব্যস্ত হন। এ বিষয়ে চূড়ান্ত রায় দেওয়া হবে আগামী ২০ ফেব্রুয়ারি।
২০১৪ সালের শুরু দিকেই ইয়াহুর বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক হতে শুরু করে। মূলত রুশ সাংবাদিক, আমেরিকান ও রুশ কর্মকর্তা, ব্যবসায়িক ব্যক্তিত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর নজরদারি করতেই রুশ সরকারের সংশ্লিষ্ট একটি অংশ এ কাজ করিয়েছিল। আর এ জন্য তারা বেছে নিয়েছিল কানাডীয় নাগরিক করিম বারাটোভকে। সে সময় প্রায় ৫০ কোটি ইয়াহু অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল।
২৮ নভেম্বর মার্কিন আদালতে হাজির হয়ে ওই হ্যাকিংয়ের বিষয়টি স্বীকার করে নেন করিম বারাটোভ। ৮০টিরও বেশি ইয়াহু অ্যাকাউন্টের তথ্য চুরির জন্য তাঁকে অর্থ দিয়েছিল রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস। আদালতে তিনি বিচারকের করা বিভিন্ন প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ এবং ‘না’ উত্তর দিয়েছেন। বিস্তারিত কিছুই তিনি আদালতে বলেননি।
পরে বারাটোভের আইনজীবী অ্যান্ড্রু ম্যানচিল্লা সিবিসি নিউজকে বলেন, ‘বারাটোভ শুধু আটটি অ্যাকাউন্ট হ্যাক করেছিলেন। তিনি এমনকি এটাও জানতেন যে তিনি রুশ সরকারের হয়ে কাজ করছেন। পরে হ্যাকিংয়ের অভিযোগে গত মার্চে অন্টারিওর হ্যামিল্টনে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মার্কিন প্রশাসনের আনা অভিযোগের বিপরীতে আদালতে হাজির হতে সম্মত হন। এ মামলার কাজে তিনি মার্কিন সরকারকে সহায়তা করছেন।
এই হ্যাকিং কাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে রুশ এজেন্ট দিমিত্রি দকুশেভ ও ইগোর সাশচিনের। রয়েছে আরেক রুশ নাগরিক আলেক্সেই বেলানের নামও। তবে তাঁদের কখনো মার্কিন আদালতে হাজির করা সম্ভব হবে কিনা, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।
উত্তর আমেরিকা

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা