৬ দফা দাবিতে দলিতদের মানববন্ধন

৬ দফা দাবিতে দলিতদের মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত-হরিজনদের উদ্যোগে ৬ দফা দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) সংস্থার সহযোগিতায় ২২টি আদিবাসী গ্রাম উন্নয়ন কমিটি, আদিবাসী, দলিত-হরিজন জনগোষ্ঠীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
৬ দফা দাবির মধ্যে রয়েছে দলিত-হরিজন জনগোষ্ঠীর স্থায়ী আবাসন ব্যবস্থা নিশ্চিতসহ বিশুদ্ধ পানীয়জলসহ স্বাস্থ্য সম্মত পায়খানার ব্যবস্থা, আদিবাসী জনগোষ্ঠীর বিরোধপূর্ণ বিষয়গুলো ন্যয়সংগতভাবে দ্রুত সমাধান করা, উত্তরাঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা, দলিত-হরিজন জনগোষ্ঠী বিভিন্নভাবে অধিকার বঞ্চিত হচ্ছেন। দলিত-হরিজন জনগোষ্ঠীর জন্য ভিজিএফ, ভিজিডি, ১শ' দিনের কর্মসূচি, বয়স্ক ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা মাতৃকালীন ভাতার জন্য বিশেষ কোটা প্রথা চালু করা ও দলিত-হরিজন গোষ্ঠীর নির্ধারিত কোটায় চাকরিসহ অন্যান্য চাকরিতে প্রবেশের সুযোগ সুবিধা সৃষ্টি করা।
মানবন্ধন কর্মসূচি চলাকালে ৬ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম কমিটির সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) আলো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নূরুল আলম শুভ, বিজিকে উপজেলা ব্যবস্থাপক সাদিয়ার রহমান, জিবিকে বাজার উন্নয়ন কর্মকর্তা মনোয়ার হোসেন, ফুলবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ পারভেজ, আদিবাসী নেতা মি. সোম কিস্কু, বিনয় বেসরা, তারামনি বাঁশফোঁড়, ভারত মুর্মু প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক আদিবাসী ও দলিত-হরিজন জনগোষ্ঠীর নারী-পুরুষ ও বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। শেষে ৬দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়।
ইত্তেফাক/জামান

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা