সংসদের ১৮তম অধিবেশন আজ বসছে


রোববার থেকে বসছে দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন। এটি হচ্ছে চলতি বছরের শেষ অধিবেশন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৪টায় অধিবেশন বসবে।

এর আগে বিকাল ৩টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ বৈঠকেও সভাপতিত্ব করবেন। এতে অধিবেশনের সময়সীমা নির্ধারণ হবে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। সংবিধানে একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন ডাকা হয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, এবারের অধিবেশনও সংক্ষিপ্ত হবে। এর আগে ১০ সেপ্টেম্বর শুরু হওয়া সংসদের ১৭তম অধিবেশন শেষ হয় ১৪ সেপ্টেম্বর।

গত অধিবেশন সংক্ষিপ্ত হলেও রোহিঙ্গা সংকট এবং সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। ওই দুটি ইস্যুতে সাধারণ আলোচনাও হয়েছে। আজ শুরু হতে যাওয়া অধিবেশনেও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে। এছাড়াও সদ্য সমাপ্ত সিপিএ সম্মেলন সফলভাবে করা নিয়েও আলোচনা হবে।
logo

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা