ভিয়েতনামকে ৪০ মেট্রিক টন ত্রাণ সাহায্য রাশিয়ার /০৮ নভেম্বর, ২০১৭ ইং ১৩:২১ মিঃ

ভিয়েতনামকে ৪০ মেট্রিক টন ত্রাণ সাহায্য রাশিয়ার
শক্তিশালী টাইফুন ডামরির আঘাতে ক্ষতিগ্রস্ত ভিয়েতনামকে ৪০ মেট্রিক টন মানবিক সাহায্য পাঠিয়েছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়। একটি হেলিকপ্টারে করে তারা এ সাহায্য পাঠায়। মন্ত্রণালয়ের প্রেস শাখা একথা জানায়। 
এক মুখপাত্র বলেন, ‘টাইফুনের আঘাতে ক্ষতিগ্রস্ত ভিয়েতনামের নাগরিকদের জন্য ৪০ মেট্রিক টন মানবিক সাহায্য নিয়ে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের একটি হেলিকপ্টার ক্যামরনের উদ্দেশ্যে মস্কোর কাছের রামেনস্কয়ি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এসব মানবিক সাহায্যের মধ্যে চিনি ও দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সাংবাদিকদের বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ভিয়েতনামে টাইফুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন। 

উল্লেখ্য, ভিয়েতনামের মধ্যাঞ্চলে সপ্তাহান্তে এ শক্তিশালী টাইফুন আঘাত হানে। বিগত ২০ বছরের মধ্যে দেশটিতে এটি ছিল সবচেয়ে ভয়াবহ টাইফুনের আঘাত। এতে মৃতের সংখ্যা ৬০ জন ছাড়িয়ে গেছে এবং এখনো অনেকে নিখোঁজ রয়েছে। ফলে এ সংখ্যা ক্রমেই বাড়ছে। টাইফুনের আঘাতে প্রায় ৮০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং প্রায় ৪০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তাস।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা