জেএসসি-জেডিসি পরীক্ষায় প্রথমদিন অনুপস্থিত ৬০,৮৯৩ জন


জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথমদিন সারাদেশে ৬০ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর পরীক্ষায় অংশ নেয়াদের মধ্যে বহিষ্কার হয়েছে ১৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর হার ২ দশমিক ৫৫ শতাংশ।বুধবার (১ নভেম্বর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ২৩ লাখ ৯০ হাজার ১৩৪ জন শিক্ষার্থী অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬০ হাজার ৮৯৩ জন।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১৩ হাজার ৮৭৮ জন এবং রাজশাহী বোর্ডে চার হাজার ৮১২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া কুমিল্লা বোর্ডে চার হাজার ৭৬০ জন, যশোরে পাঁচ হাজার ৩০ জন, চট্টগ্রামে দুই হাজার ৯০৩ জন, সিলেটে দুই হাজার ৪৫২ জন, বরিশালে তিন হাজার ৩৭৬ জন এবং দিনাজপুর বোর্ডে চার হাজার ২৫৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। মাদ্রাসা বোর্ডে জেডিসিতে ১৯ হাজার ৫১৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রথম দিনের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের নয়জন, ঢাকা বোর্ডের চারজন, যশোরের দুইজন এবং কুমিল্লা বোর্ডের একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
এবার দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। পরীক্ষা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
Amar Sangbad Logo

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা